লিবিয়ায় মিলিশিয়া সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত

সংগৃহীত ছবি

লিবিয়ায় মিলিশিয়া সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত

অনলাইন ডেস্ক

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের সাথে যুক্ত দুই মিলিশিয়ার মধ্যে সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রাজধানী ত্রিপোলির পশ্চিমে আল জাওইয়াতে রোববার গভীর রাতে সশস্ত্র দলগুলোর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত পাঁচজনের মধ্যে ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এছাড়াও আটজন বেসামরিক লোক আহত হয়েছেন।

একটি মিলিশিয়া তার প্রতিপক্ষের একজন সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়।

সাম্প্রতিক সময়ে দেশটির পূর্বে অবস্থিত ফাথি বাশাঘা সরকারের সাথে জোটবদ্ধ মিলিশিয়া এবং মিঃ দ্বেইবাহার অনুগত মিলিশিয়াদের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে ত্রিপোলিতে ৩২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই সহিংসতার জন্য একে অপরকে দোষারোপ করছেন।

উল্লেখ্য, দেশটিতে চলা এসব ঘটনার জেরে সহিংসতা প্রতিরোধে উভয়কে ‘সকল প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও গত জুলাই মাসে 
ত্রিপোলিতে লিবিয়ার পূর্ব ও পশ্চিম উভয় শক্তির ঘাঁটি থেকে ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বদের দ্বারা মিলিশিয়া এবং সৈন্যদের উপর কমান্ড একীভূত করার পাশাপাশি ভাড়াটে এবং বিদেশী যোদ্ধাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

news24bd.tv/আমিরুল