সিলেটে আইন-শৃঙ্খলা মানছে না অটোরিকশা

সংগৃহীত ছবি

সিলেটে আইন-শৃঙ্খলা মানছে না অটোরিকশা

সৈয়দ রাসেল

সহজলভ্য পরিবহন হিসেবে সিলেটের সাধারণ যাত্রীদের প্রধান বাহন হয়ে উঠেছে অটোরিকশা। তবে সহজলভ্য এই যানবাহনটির চালকদের আইন এবং শৃঙ্খলা না মানার প্রবণতা বাড়ছে। ট্রাফিক আইন অমান্য করা, অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে প্রায় সকল চালকদের বিরুদ্ধে।

এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিক নেতাদের দাবি চালকদের শৃংখলায় রাখতে চলছে মনিটরিং।  

প্রতিনিয়ত অতিরিক্ত যাত্রী টানার কথা স্বীকার করেন অনেক চালক। আইন মানার প্রবণতা নেই বেশিরভাগ অটোরিকশা চালকের। গ্রীল সংযোজন ও সর্বোচ্চ তিনজন যাত্রী বহনের শর্তে অনুমোদন নিলেও, তা মানেন না চালকরা।

করোনাকালে অটোরিকশায় তিনজন যাত্রী বহনের আইন বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়। এরপর যাত্রীদের থেকে ইচ্ছামতো ভাড়া আদায় শুরু করেন চালকরা। এ কারণে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা।  

আইন বিশেষজ্ঞরা প্রকাশ্যে এমন অনিয়মকে উদ্বেগের কারণ বলছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভাড়ার অনিয়ম রোধে প্রশাসনের তেমন কিছু করার নেই; তবে অভিযোগ পেলে অভিযান চলবে।  

news24bd.tv/আজিজ