নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চান গাইবান্ধা-৫ আসনের ভোটাররা

সংগৃহীত ছবি

নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চান গাইবান্ধা-৫ আসনের ভোটাররা

গাইবান্ধা প্রতিনিধি

ভাঙ্গন কবলিত গাইবান্ধা-৫ আসনের ভোটাররা এবার নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চান। আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছে এমনটিই দাবি করেছেন তারা।  

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫  আসন।  ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এলাকা হওয়ায় প্রতি বছরই নদী ভাঙ্গনের কবলে পড়তে হয় এই দুই উপজেলার বাসিন্দাদের।

ফুলছড়ি উপজেলায় নদী ভাঙ্গন এতটাই ভয়াবহ যে উপজেলা পরিষদ ভবন স্থানান্তর করতে হয়েছে অন্যত্র। বছরের পর বছর ধরে দুই উপজেলার শত শত মানুষ নদী ভাঙ্গনে হচ্ছেন গৃহহীন। হারিয়ে যাচ্ছে ফসলের মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।  

এমন বাস্তবতাকে সামনে প্রচলিত মাটি-বালির বাঁধের পরিবর্তে প্রার্থীদের কাছে তাদের চাওয়া, যে করেই হোক নদী ভাঙ্গন বন্ধে যেন কার্যকর ব্যবস্থা নেয়া হয়।

বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে, ভোটারদের সাথে একমত পোষণ করেছেন প্রার্থীরা। স্থায়ীভাবে বাধ নির্মাণের আশ্বাস দেন তারা।

গাইবান্ধা-৫ আসনের এই দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৬৭৬ জন।

news24bd.tv/আজিজ