ভাঙ্গন কবলিত গাইবান্ধা-৫ আসনের ভোটাররা এবার নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চান। আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছে এমনটিই দাবি করেছেন তারা।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এলাকা হওয়ায় প্রতি বছরই নদী ভাঙ্গনের কবলে পড়তে হয় এই দুই উপজেলার বাসিন্দাদের।
এমন বাস্তবতাকে সামনে প্রচলিত মাটি-বালির বাঁধের পরিবর্তে প্রার্থীদের কাছে তাদের চাওয়া, যে করেই হোক নদী ভাঙ্গন বন্ধে যেন কার্যকর ব্যবস্থা নেয়া হয়।
গাইবান্ধা-৫ আসনের এই দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৬৭৬ জন।
news24bd.tv/আজিজ