অনশন প্রত্যাহার করলো ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ১৬ নেত্রী

অনশন প্রত্যাহার করলো ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ১৬ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১৬ নেত্রী ধানমন্ডি কার্যালয় থেকে আমরণ অনশন প্রত্যাহার করেছে। তারা জানিয়েছে, এই মুহূর্তে তাদের কোন কর্মসূচি নেই।

সোমবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ভিতরে প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান শেষে তারা চলে যায়। তবে কী কারণে অনশন প্রত্যাহার করেছেন তারা সে বিষয়ে স্পষ্ট করে গণমাধ্যমকে কিছুই জানাননি।

এদিন সকালে ইডেন কলেজে সংবাদ সম্মেলনে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের যান বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা। তারা অভিযোগ করেন- দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলেও কেন্দ্রীয় ছাত্রলীগ নিরপেক্ষ তদন্ত ছাড়াই এক পক্ষের ১৬ জনকে বহিষ্কার করে পক্ষপাতমূলক আচরণ করেছে।

এর আগে রোববার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে ১৬ জনকে।

news24bd.tv/FA