মধ্যপ্রাচ্যে মানবপাচারে জড়িত চক্রের ৪ জন গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে মানবপাচারে জড়িত চক্রের ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে মানবপাচারের সাথে জড়িত থাকায় চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গত ২ বছরে দেড়শোর বেশি মানুষকে বিদেশে পাঠিয়ে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

তিনি জানান, চক্রটি দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে বিভিন্ন কোম্পানিতে চাকুরি দেয়ার নাম করে ভুক্তভোগী এবং তাদের অভিভাবকদের প্রলুব্ধ করতো।

প্রাথমিকভাবে, পাসপোর্টের কথা বলে ৫০ হাজার -১ লক্ষ টাকা নিতো এবং পরবর্তীতে ধাপে ধাপে জনপ্রতি ৪-৫ লক্ষ করে টাকা নিত। অর্থ আদায় শেষ হলে, নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে হাজির করে পাসপোর্ট, ভিসা এবং ভুয়া টিকিট ধরিয়ে দিতো ভুক্তভোগীদের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক