ইসলামিক স্কলার ইউসুফ আল-কারজাভি আর নেই

সংগৃহীত ছবি

ইসলামিক স্কলার ইউসুফ আল-কারজাভি আর নেই

অনলাইন ডেস্ক

সুন্নি মুসলিমদের অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত ইউসুফ আল-কারজাভি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। আজ সোমবার তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

মিসরে জন্ম নেওয়া এই কাতারি পণ্ডিত পুরো বিশ্বে একজন ইসলামি বিশেষজ্ঞ হিসেবে বিশেষভাবে পরিচিত পেয়েছিলেন।

ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান। পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা।

বিভিন্ন ধর্মীয় বিষয়ে নিয়মিত আলোচনা করার জন্য আল-জাজিরা অ্যারাবিকে আল-কারজাভি ছিলেন একজন পরিচিত মুখ। তার টিভি অনুষ্ঠান ‘শরিয়াহ এবং জীবন’ পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা।

মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার তীব্র সমালোচনা করেছিলেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মুরসিও ছিলেন মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য। তার প্রতি ছিল ব্রাদারহুডের ব্যাপক সমর্থন।

মিসরের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর আল-কারজাভি আর মিসরে ফিরতে পারেননি। কেননা দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার কর্মকাণ্ডের ঘোর বিরোধী।

মুসলিম ব্রাদারহুড মিসরভিত্তিক হলেও প্রতিবেশী দেশগুলোয় এর সক্রিয় শাখা রয়েছে। ২০১১ সালে মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে ওঠার পেছনে সংগঠনটির বড় ভূমিকা ছিল বলে অভিযোগ তোলা হয়।

news24bd.tv/সাব্বির

সম্পর্কিত খবর