‘বড় ভাইদের’ আশ্বাস পেয়ে ক্যাম্পাসে ফেরেন ইডেনের নেত্রীরা

সংগৃহীত ছবি

‘বড় ভাইদের’ আশ্বাস পেয়ে ক্যাম্পাসে ফেরেন ইডেনের নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক

ইডেন ছাত্রলীগ নেত্রীদের আমরণ অনশন ভেঙে ক্যাম্পাসে ফেরার কারণ জানা গেলো। ‘বড় ভাইদের’ কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পরেই নাকি তারা ক্যাম্পাসে ফিরছেন।

সোমবার সকালে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ‘সুষ্ঠু বিচারের’ দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত ১৬ শিক্ষার্থী। কিন্তু দুপুরের দিকে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে অনশন ভেঙে বের হয়ে যান তারা।

তবে তাৎক্ষণিকভাবে অনশন ভাঙার কারণ জানাননি তারা।

এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি (সদ্য বহিষ্কৃত) জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা বিষয়গুলো বড় ভাইদের জানাতে এসেছিলাম। জানিয়ে এখন চলে যাচ্ছি। সমস্যা সমাধানে তারা দায়িত্ব নিয়েছেন।

আমরা কোনো অনশনে নেই। আমাদের কোনো কর্মসূচি নেই। ’ এখন কোথায় যাচ্ছেন? এমন প্রশ্নে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বড় ভাইদের’ সঙ্গে কথা বলার পর তারা এখন ক্যাম্পাসে ফিরছেন।

গত দুই দিন উত্তপ্ত ইডেন কলেজ ক্যাম্পাস। ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় গতকাল রোববার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত ও ১৬ নেতা-কর্মীকে (১২ নেত্রী ও ৪ কর্মী) স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক