পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ভারতীয় হাইকমিশনের শোক

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ভারতীয় হাইকমিশনের শোক

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সোমবার এক ফেসবুক পোস্টে কমিশনের পক্ষ থেকে এ শোক জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, 'গতকাল পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। তাদের আত্মা শান্তিতে থাকুক।

'

রোববার করতোয়ায় নৌকাডুবির ঘটনায় আজ আরও ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। স্বজনদের দাবি, এখনো ৪০ জন নিখোঁজ আছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

রোববার রাত ১১টা পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন। এরপর গভীর রাতে একজন এবং আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক