গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে মো. শামসুউদ্দিন নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ কারাদণ্ড দেন।

জানা যায়, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার শরীফ ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে মিথ্যা পরিচয়ে রোগী দেখতেন শামসুউদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শরীফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযানে তাকে আটক করে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে শামসুউদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে একই অপরাধে মো. শামসুউদ্দিকে জরিমানা করা হয়।

news24bd.tv/হারুন