সাতক্ষীরায় শিক্ষার্থী সেজে শিক্ষিকার প্রক্সি, মামলার নির্দেশনা

সংগৃহীত ছবি

সাতক্ষীরায় শিক্ষার্থী সেজে শিক্ষিকার প্রক্সি, মামলার নির্দেশনা

অনলাইন ডেস্ক

চলতি বছর দাখিল পরীক্ষায় শিক্ষার্থী সেজে প্রক্সি দিতে এসেছিলেন হেনা খাতুন নামের এক নারী শিক্ষক। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসার খবরে দৌঁড়ে পালালেন তিনি। এ ঘটনায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেন ইউএনও।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হাজীপুর জনাব আলী দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিপিকা নামের এক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। কিন্তু লিপিকার পরিবর্তে নিয়মিত প্রক্সি দিয়ে আসছিলেন ওই মাদরাসার নারী শিক্ষক হেনা খাতুন। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। তখন শুরু হয় সমালোচনা।

সোমবার কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষার সময়ে উপজেলা ইউএনও ইয়ানুর রহমান কেন্দ্রে যান। কিন্তু ইউএনও আসার খবর পেয়ে আগেই কেন্দ্র থেকে পালিয়ে যান হেনা খাতুন।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা ইউএনও ইয়ানুর রহমান বলেন, প্রক্সির খবর পেয়ে কেন্দ্রে যাই। কিন্তু পৌঁছানোর আগেই ওই শিক্ষিকা পালিয়ে যান। তিনি ওই মাদরাসার শিক্ষক কিনা সেটি আমার জানা নেই। তবে কেন্দ্র সচিবকে নিয়মিত আইনে মামলা দায়ের করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

news24bd.tv/হারুন