প্রতিমা বিসর্জন: ৭৭ পয়েন্টে নিরাপত্তা জোরদার নৌ পুলিশের

সংগৃহীত ছবি

প্রতিমা বিসর্জন: ৭৭ পয়েন্টে নিরাপত্তা জোরদার নৌ পুলিশের

অনলাইন ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় পাঁচ দিনের এই ধর্মীয় অনুষ্ঠান। এবারের প্রতিমা বিসর্জনে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা হতে নিয়েছে নৌ পুলিশ। এ জন্য দেশের ৭৭টি পয়েন্টকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নৌ পুলিশ সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিসর্জনের সময় ডুবুরি ও প্যাট্রোল টিম কাজ করবে। এ ছাড়া বিসর্জনের পর প্রতিমায় থাকা মূল্যবান কাপড় ও অলঙ্কার যাতে চুরি না হয় সেদিকেও নজর রাখা হবে। ’

এ সময় দিনের আলোর মধ্যেই বিসর্জন শেষ করার আহ্বান জানান নৌ পুলিশের এই অতিরিক্ত ডিআইজি।

তিনি বলেন, ‘প্রতিমা বিসর্জনে যদি রাত হয়ে যায় সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে ঘাটগুলোকে আলোকিত করার অনুরোধ করা হবে। ’

news24bd.tv/মামুন