সাটুরিয়ায় বন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার 

সংগৃহীত ছবি

সাটুরিয়ায় বন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার 

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর শহিদুল ইসলামকে গলাকেটে হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। সোমবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।  

র্যাব জানায়, আসামি শাহিন ও নিহত শহিদুল দুজনই ভালো বন্ধু ছিলেন।

তারা দুজনে মিলে এনজিও গড়ে তোলেন। এই এনজিও নিজের নামে করতে শহিদুলকে সরাতে হত্যার পরিকল্পনা করে আসামি শাহিন। গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে কিছু টাকার প্রস্তাব দিয়ে এনজিওটি নিজের করে নিতে চায়, কিন্তু ভিকটিম তাতে রাজি হয়নি।  

ফলে আসামি শাহিন ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে।

পূর্বপরিকল্পনা মোতাবেক ঘটনার দিন ২০ মে, ২০০৬  তারিখে আসামি শাহীন তার নিজের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে শাহীন ও তার সহযোগীরা মিলে শহিদুলকে গলাকেটে হত্যা করে। পরে লাশ মানিকগঞ্জের সাটুরিয়ার বেতুলিয়া ব্রিজে ফেলে রাখে। পরদিন মস্তকবিহীন লাশের সন্ধান পায় সাটুরিয়া থানা পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি জামিনের পর থেকে পালিয়ে ছিলেন।  

news24bd.tv/ইস্রাফিল