প্রতিমা বিসর্জনে ৭৭টি নদী পয়েন্টে নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

প্রতিমা বিসর্জনে ৭৭টি নদী পয়েন্টে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রতিমা বিসর্জনে দেশের ৭৭টি নদী পয়েন্টকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সোমবার দুপুরে নৌ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা জানান নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিসর্জনের সময় ডুবুরিদের পেট্রোল টিম কাজ করবে। এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের কাছে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।

সেইসাথে প্রতিমা বিসর্জনের পর দুষ্কৃতিদের দ্বারা মূল্যবান কাপড় ও গহনা চুরির দিকে নজর দেয়াসহ বেশ কিছু প্রস্তাবনা রাখেন তারা।

এবার সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের শুভসূচনায় ধ্বনিত হয়েছে আনন্দময়ীর আগমনী বার্তা। পয়লা অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্যদিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

news24bd.tv/FA