ইডেনে বহিষ্কৃত নেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

ইডেনে বহিষ্কৃত নেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ এবং বহিষ্কৃত ছাত্রনেত্রীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইডেন কলেজের ২ নম্বর গেট থেকে ১ নম্বর গেট এলাকায় এ মানববন্ধন হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীসহ শতাধিক শিক্ষার্থীকে মুখ ঢেকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

গত কদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দলে ইডেন কলেজ ছাত্রলীগের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

গভীর রাতে মারামারি সংঘর্ষের মতো ঘটনাও ঘটছে। দুটি গ্রুপ হয়ে পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমের কাছে তুলে ধরছেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান বৈশাখী গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার ‘অনৈতিক’ কার্যক্রমে বাধ্য করানোর অভিযোগ তোলেন। সেই অভিযোগের জবাবে শিক্ষার্থীরা বলেন, নেত্রীদের এমন বক্তব্য সামাজিকভাবে তাদের হেয় করছে।

সেসব বক্তব্যের প্রতিবাদও জানান তারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক