হামলার বিষয়ে যা জানালেন ঢাবি ভিসি

ফাইল ছবি

হামলার বিষয়ে যা জানালেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এসময় তিনি সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ডাকা ওই সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ঢাবি ক্যাম্পাস গণতান্ত্রিক ও মানবিক ক্যাম্পাস। কোন সংগঠনের সাথে কোন সংগঠনের আন্তরিকতার ঘাটতি আছে, তা আমার বোধগম্য নয়।

শান্তিপূর্ণ সহাবস্থান থাকে সেটার ওপর সবসময় জোর দেয়া হয়। নির্দয় আচরণ না ঘটে শিক্ষক হিসাবে আমরা এটাই শিক্ষার্থীদের শেখানো হয়।

ভিসি আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অভিভাবকত্ব ভিসি বা কর্তৃপক্ষের নিতে হয়। মর্যাদাপূর্ণভাবে প্রতিটি শিক্ষার্থী যেন সহাবস্থানে থাকে এটাই আমাদের অবস্থান।

আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমান অধিকার। সবার মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে জোর দেয়া উচিত। সংঘর্ষের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। হামলার ঘটনা ঘটলে তদন্ত করা হবে।

এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এতে ছাত্রদলের অন্তত ১০জন আহত হয়েছে।

মঙ্গলবার স্যার এ এফ রহমান হলের সামনে এই ঘটনা ঘটে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিকাল চারটার দিকে নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। ছাত্রদলের অভিযোগ, এসময় অন্তত চারজনকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক