মদ্যপ অবস্থায় ক্লাসে এসে সহপাঠীকে মারধর, শিক্ষার্থী বহিষ্কার

সংগৃহীত ছবি

মদ্যপ অবস্থায় ক্লাসে এসে সহপাঠীকে মারধর, শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

বরগুনার তালতলী উপজেলায় মদ্যপ অবস্থায় ক্লাসে এসে মারামারি করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত ছাত্রের নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে স্কুলে একটি নোটিশও দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার বলেন, মঙ্গলবার দুপুরে মদপান করে ওই ছাত্র স্কুলে আসে। পরে বিদ্যালয়ের এক ছাত্রকে সে মারধর করে। এ সময় ধূমপান করতেও দেখা যায় তাকে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ছাত্রের মা ও বড়ভাইকে ডেকে এনে বিষয়টি জানানো হয়। পরে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

news24bd.tv/হারুন