সাদামাটা সাকিব, হারল তার দল গায়ানাও 

সংগৃহীত ছবি

সাদামাটা সাকিব, হারল তার দল গায়ানাও 

অনলাইন ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দেন সাকিব আল হাসান। রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে ব্যাট-বলে করেন অলরাউন্ড পারফরম্যান্স। তার কল্যাণেই সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ারে ওঠে গায়ানা।

তবে সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সাকিব বিবর্ণ।

হারল তার দলও। মঙ্গলবার বারবাডোজ রয়্যালসের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবের গায়ানা। তবে এখনও ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি গায়ানার। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে সাকিবদের সামনে।

ঘরের মাঠ প্রভিডেন্সে মঙ্গলবার আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ পায় বারবাডোজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস। সাকিব ব্যাট হাতে করেন মোটে ১ রান। এর আগে, বল হাতে ৩ ওভারে এক উইকেট শিকার করেন তিনি।

কোয়ালিফায়ারের ম্যাচে রাকিম কর্নওয়ালের ৯১ এবং আজম খানের ৫২ রানের সুবাদে এত বড় সংগ্রহ পায় বারবাডোজ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানা শুরু থেকেই হারাতে ত হাকে উইকেট। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শিমরন হেটমায়ার।

news24bd.tv/সাব্বির