৯৯৯ নম্বরে ফোন, বাঁচলো ৩০০ প্রাণ

ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক খেকে নেওয়া।

৯৯৯ নম্বরে ফোন, বাঁচলো ৩০০ প্রাণ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করায় বেঁচে গেল ৩০০ মানুষের প্রাণ। গতকাল পদ্মা নদীতে নয়টি ট্রাক, ছয়টি বাস ও প্রায় ৩০০ যাত্রী নিয়ে ডুবতে বসেছিল মাওয়া-কাঠালবাড়ী রুটে চলাচলরত একটি ফেরি। শুরু হয়ে গিয়েছিল চিৎকার-চেচামেচি। এ সময় সোহাগ নামের এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

ফোন পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টি দায়িত্বরত কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৩০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার কারণে রানীক্ষেত নামে ফেরীটি পদ্মা নদীতে ডোবার উপক্রম হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল ট্রলার ও পাম্প মেশিন সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ডুবে যাওয়া ফেরি থেকে পানি নিষ্কাশন শুরু করে।

এ সময় ফেরিতে নয়টি ট্রাক ও ছয়টি বাস ছিল। সব মিলে মানুষ ছিল প্রায় ৩০০। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ফেরিটি কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই কাঁঠালবাড়ি ঘাটে নিরাপদে পৌঁছায় বলে পুলিশ সূত্র জানায়।

সম্পর্কিত খবর