পেলে-মেসির পর যেখানে প্রথম নেইমার 

সংগৃহীত ছবি

পেলে-মেসির পর যেখানে প্রথম নেইমার 

অনলাইন ডেস্ক

ব্রাজিলের জার্সি গায়ে চরলেই কেমন যেন অদম্য হয়ে পড়েন নেইমার। তাকে থামানো তখন বড্ড দুষ্কর। ব্রাজিলের হয়ে নেইমারের পরিসংখ্যান অন্তত তাই বলে। জাতীয় দলের হয়ে ধারাবাহিক গোল করছেন, করিয়ে যাচ্ছেন।

বুধবার ফিফা প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এ ম্যাচে সতীর্থদের দিয়ে কোনো গোল করাতে না পারলেও করেছেন একটি। ৩০ মিনিটে পেনাল্টিতে ঠাণ্ডা মাথায় শটের গোল করেন নেইমার। ব্রাজিলের হয়ে যা ছিল নেইমারের ৭৫তম গোল।

এ গোলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। মাত্র তৃতীয় লাতিন ফুটবলার হিসেবে তিনি গড়লেন ৭৫ গোলের কীর্তি। সচরাচর ৫০ কিংবা ১০০ গোলের হিসাবকে সামনে আনা হলেও, ৭৭ গোলে নেইমার আলোচনায় আসার কারণ পেলে-মেসি ছাড়া যে আর কোনো দক্ষিণ আমেরিকার ফুটবলার এমন কীর্তি গড়তে পারেননি।

২০২১ সালে শীর্ষে ওঠার আগে পেলেই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে লাতিনদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। ৭৫ গোল নিয়ে শীর্ষে ছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে পেলেকে ছাপিয়ে যান মেসি।

ওই হ্যাটট্রিকের পর মেসি আর্জেন্টিনার হয়ে গোল করেছেন আরও ৯টি। বর্তমানে জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা ৮৮টি। আজ জ্যামাইকার বিপক্ষে গোল পেলে নিঃসন্দেহে মেসি এগিয়ে যাবেন আরও।

তবে নেইমার যে হারে গোল করছেন, তাতে একটা সময় পেলে-মেসিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১২১টি। তাতেই তার গোল টালি গিয়ে দাঁড়িয়েছে ৭৫-এ।

news24bd.tv/সাব্বির