যুক্তরাষ্ট্রে ২৫ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ২৫ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত

অনলাইন ডেস্ক

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ২৫ হাজারেরও বেশি মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সিডিসির তথ্য অনুসারে, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এই রাজ্যে ৪ হাজার ৮৮৬টি কেস শনাক্ত হওয়া গেছে। এরপরের অবস্থানে থাকা নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৮১টি এবং ফ্লোরিডায় ২ হাজার ৪৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।

তবে আশার কথা মাঙ্কিপক্স সংক্রমণ খুব একটা মারাত্মক নয়। বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহের মধ্যে এ রোগে আক্রান্তরা সুস্থ হয়ে উঠেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে মৃত্যুর হার প্রায় ৩ থেকে ৬ শতাংশ।

তবে, সিডিসি অনুসারে, ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিরা সংক্রামিত হলে গুরুতর অসুস্থতার সম্ভাবনা বেশি থাকে।

news24bd.tv/আমিরুল