মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার খলিলুর গ্রেপ্তার

সংগৃহীত ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার খলিলুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

একাত্তরের যুদ্ধাপরাধের মামালায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেত্রকোনার কুখ্যাত রাজাকার খলিলুর রহমানকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আল মঈন জানান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায়ের পর থেকে খলিলুর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৩ সেপ্টেম্বর খলিলুর রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।  

news24bd.tv/ইস্রাফিল