'মার্কিন নিষেধাজ্ঞা সমাধানে কাজ করছে স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়'

সংগৃহীত ছবি

'মার্কিন নিষেধাজ্ঞা সমাধানে কাজ করছে স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়'

নাঈম আল জিকো

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয় সমাধানের জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।  আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা র‍্যাবের কর্মকাণ্ডে কোন প্রভাব ফেলেনি। র‍্যাব সব সময় আইন মেনে কাজ করে।

যেখানে যেটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন সেখানে সেটুকু শক্তি প্রয়োগ করে। অপরাধী আক্রমণ করলে নিজেদের আত্মরক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় র‍্যাবের সদস্যরা। অভিযানে গিয়ে র‍্যাবের সদস্যরাও আহত, নিহত হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি বলেই মাদক এখনো নিয়ন্ত্রণে আছে।

মাদকের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

পুলিশের তার অতীতের ঐতিহ্য ধরে রাখবে। কারো বিরুদ্ধে অভিযাগ থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করবো। তাদের নির্দেশনা ফলো করা হবে। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হবে।

গত বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পান তিনি।

news24bd.tv/রিমু