আমিরাত জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

আমিরাত জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলে বাংলাদেশ। যেখানে দুই ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে এক বছর পর সংক্ষিপ্ত এই ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।

আমিরাতের বিপক্ষে সিরিজ জয় করে বুধবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ বাংলাদেশ দল।

গতকাল দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৩২ রানের জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে সোহানের এটাই প্রথম সিরিজ জয়।
ঢাকায় ফিরে অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, আসন্ন বিশ্বকাপের আগে দুবাইতে জয় করা সিরিজ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সোহান আরও বলেন, ‘কোন আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে।

কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে মনে হয় প্রিপারেশনটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ’

আগামী ২ অক্টোবর আবারও নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে পৌঁছে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। সিরিজের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের দলের এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর আবারো ১২ অক্টোবরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।