নেপালের মাঠে জামালদের ভুলগুলো মেনে নিতে পারছেন না কাবরেরা 

বাফুফে

নেপালের মাঠে জামালদের ভুলগুলো মেনে নিতে পারছেন না কাবরেরা 

অনলাইন ডেস্ক

ডিসেম্বরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি শেষ হবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার। এর আগে যদি কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন না করে বাফুফে, তবে নেপাল সফরই বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট হয়ে থাকবে। যে অ্যাসাইনমেন্টে চূড়ান্ত ব্যর্থ তিনি।

এবারের ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে বাংলাদেশ কম্বোডিয়াকে হারায় ১-০ গোলে।

জয়ের সেই সুখস্মৃতি নিয়ে নেপাল যায় জামাল ভূঁইয়ারা। তবে কাঠমান্ডুতে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হারে ৩-১ গোলের ব্যবধানে।

সেই হারের ক্ষত নিয়ে আজ দেশে ফিরেছে জামালরা। দেশে ফেরার পর বাংলাদেশ কোচ কাবরেরার আক্ষেপ দৃষ্টিকটু ভুলে ম্যাচ হারায়।

তার মতে, এতদিন এক সাথে ট্রেনিং করার পরও যে ভুলগুলো তার ছাত্ররা করেছে, তা মেনে নেওয়ার মতো নয়।

বাংলাদেশ কোচ আক্ষেপ করে বলছিলেন, ‘ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আমরা সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারিনি। ম্যাচের আগে আমরা অনেকদিন একসঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। এরপরও এই ভুলগুলো মেনে নেওয়া যায় না। এই ভুলগুলো শুধরে নিতে হবে। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে কম্বোডিয়া থেকে নেপাল দুই ধাপ পিছিয়ে। সেই নেপালের কাছে হারটা তাই অস্বস্তির কারণ কাবরেরার কাছে। তারপরেও এই দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে জানালেন কাবরেরা, ‘নেপালের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ভুলগুলো পর্যালোচনা করতে হবে। দলের সকলের পারফরম্যান্সও পর্যালোচনা করা হবে। ’

news24bd.tv/সাব্বির