শুরুর চাপ সামলে বড় জয় ভারতের

সংগৃহীত ছবি

শুরুর চাপ সামলে বড় জয় ভারতের

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা মাত্র ৯ রানেই হারিয়েছিল ৫ উইকেট। ভারতের অবস্থা ততটা খারাপ না হলেও ১৭ রানের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে হারিয়ে বড্ড চাপে পড়েছিল। সেই চাপ আরও বাড়ে লোকেশ রাহুলের কচ্ছপগতির ব্যাটিংয়ে।

তবে এমন চাপের মধ্যেও সূর্যকুমার যাদব খেললেন নিজের মতো করে।

করলেন আগ্রাসী ব্যাটিং। যা দেখে রান তোলার গতি বাড়ালেন রাহুলও। শেষ পর্যন্ত জয়টা তাই পেল ভারতই। আজ বুধবার তিরুভানান্থাপুরালমে সিরিজের প্রথম টি২০ ম্যাচে স্লো স্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

দক্ষিণ আফ্রিকার দেওয়ার ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় ওভারেই হারায় অধিনায়ক রোহিতের উইকেট। কাগিসো রাবাদার বলে শূন্য রানে উইকেটের পেছনে ডি কককে ক্যাচ দেন তিনি। রোহিত ফিরতেই নিজেকে একদম গুটিয়ে নেন রাহুল। খেলতে থাকেন টেস্ট মেজাজে।

শুরুটা সাবধানী করতে চেয়েছিলেন কোহলিও। কিন্তু সেই রাবাদার সামনে টিকতে পারলেন না। তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ভারত পাওয়ারপ্লেতে তুলতে পেরেছিল মাত্র ১৭ রান। কোহলি ফেরার পর অবশ্য সেই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে। সপ্তম ওভারে কোহলির বিদায়ের পর মাঠে নেমেই পরপর দুই ছক্কা হাঁকান সূর্যকুমার।

একই মানসিকতায় বাকি সময়টা ব্যাট করে যান তিনি। দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৫ চার আর ৩ ছয়ের মারে ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষের দিকে খোলস ছেড়ে বের হওয়া রাহুলও ফিফটি তুলে নিয়ে থাকেন অপরাজিত। ৫৬ বলে ৫১ রান করেন তিনি।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলটি প্রথম ১৫ বলের মধ্যে হারায় ৫ উইকেট। এ সময় স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ৯। প্রোটিয়ারা ম্যাচে ধাক্কা খায় প্রথম ওভারেই। দীপক চাহারের করা প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে বোল্ড হন অধিনায়ক টেম্বা বাভুমা।

দ্বিতীয় ওভারে সফরকারী দলের আরও তিন উইকেট তুলে নেন অর্শদীপ সিং। একে একে ফেরান কুইন্টন ডি কক, রাইলি রুশো এবং ডেভিড মিলারকে। ডি কক (১ রান) তাও রানের খাতা খুলতে পেরেছিলেন। তবে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরতে হয় দুই বিস্ফোরক ব্যাটার রুশো-মিলারকে।

গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ত্রিস্তান স্টাবসও। তৃতীয় ওভারে দীপক তাকে ফেরান। এরপর পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকাকে আর কোনো বিপদে পড়তে দেননি এইডেন মার্করাম এবং ওয়েন পারনেল। তবে সেই জুটিও টেকেনি বেশিক্ষণ। অষ্টম ওভারে সেট ব্যাটার মার্করামকে (২৫ রান) ফিরিয়ে দেন হর্ষল প্যাটেল।

এরপর দক্ষিণ আফ্রিকা শতরানের ঘর পেরোয় কেশভ মহারাজের কল্যাণে। ২৪ রান করে পারনেল অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হওয়ার পর মহারাজ টিকে থাকেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। সেই ওভারে হর্ষলের বলে বোল্ড হওয়ার আগে ৩৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন তিনি।

news24bd.tv/সাব্বির