ক্যাসিনো সেলিমের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

ক্যাসিনো সেলিমের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানের মানি লন্ডারিং মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

সেলিম প্রধানের আইনজীবী জানিয়েছেন, ৪টি মামালার মধ্যে মানি লন্ডারিং ও দুদকের মামলায় জামিন না হওয়ায় এখনও কারাগারে আছেন সেলিম প্রধান। শুনানি থাকায় আদালতে আসেন সেলিম প্রধানের স্ত্রী আনা প্রধান।

এসময় তিনি সাংবাদিকদের জানান, তার স্বামীর সাথে অন্যায় হচ্ছে। তবে তিনি ন্যায় বিচার নিয়ে আশাবাদী বলে জানান।

২০১৯ সালে ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পরপরই সেলিম প্রধান গুলশানের বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিদেশি মদ, নগদ টাকা ও অনলাইন ক্যাসিনো পরিচালনার একটি সার্ভার জব্দ করা হয়।

সে-বছরেরই গুলশান থানায় মানি লন্ডারিং আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করে র‍্যাব।

news24bd.tv/FA