বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে মালয়েশিয়াকে অনুরোধ অর্থমন্ত্রীর

ফাইল ছবি

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে মালয়েশিয়াকে অনুরোধ অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার ফিলিপাইনের ম্যানিলায় মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আবদুল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

সেইসঙ্গে মালয়েশিয়ার সব খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত করায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আ হ ম মুস্তফা কামাল।  

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় অংশ নিতে অর্থমন্ত্রী বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন।

মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক ও অন্যান্য সুবিধার দিক থেকে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করতে আগ্রহী। এটি দ্রুত বাস্তবায়নে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

news24bd.tv/রিমু