ছোট্ট খুশবুর আকুতি, ‘কেউ কি আমাকে দুটি টিকিট দিতে পারেন না’ 

সংগৃহীত ছবি

ছোট্ট খুশবুর আকুতি, ‘কেউ কি আমাকে দুটি টিকিট দিতে পারেন না’ 

অনলাইন ডেস্ক

বয়স মাত্র ১০। এ বয়সেই নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন ছোট্ট খুশবু। এই ক্ষুদে দাবাড়ু ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে অর্থের অভাবে ওয়ারসিয়া খুশবুর এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হয়ে পড়েছে অনিশ্চিত।

ইন্দোনেশিয়ায় হবে এবারের এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ। সবরকম যোগ্যতা থাকার পরও বিমান টিকিট এবং নিবন্ধন ফি’র অর্থ যোগাতে পারছেন না খুশবুর বাবা। বেশ গুরুত্বপূর্ণ এবং মর্যাদাকর এই টুর্নামেন্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় খুশবুর বেশ হতাশ হয়ে পড়েছেন।

যেকোনো মূল্যে খুশবু যেতে চান ইন্দোনেশিয়ায়।

বাধ্য হয়ে তাই সাহায্যের জন্য সমাজের বিত্তবান ও ক্রীড়াপ্রেমীদের কাছে আকুতি খুশবুর, ‘কেউ কি আমাকে দুটি টিকিট দিতে পারেন না। ’

প্রথমে একটি সংগঠন থেকে ইন্দোনেশিয়া যাওয়ার টিকিট পাওয়ার কথা ছিল খুশবুর। পরে হুট করে ওই সিদ্ধান্ত থেকে সরে আসায় চোখে অন্ধকার দেখছেন খুশবুর বাবা। কেননা এর আগে মেয়েকে বিভিন্ন টুর্নামেন্ট খেলাতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলেছেন তিনি।

খুশবুর বাবা জানান, তার মেয়ের স্বপ্ন ছিল এবারের এশিয়ান দাবায় অংশগ্রহণের। তিনি বলেন, ‘খুশবুর স্বপ্ন ছিল অনূর্ধ্ব-১০ এশিয়ান দাবার এই আসরে অংশ নেয়া। এবারই এই আসরে অংশগ্রহন করার শেষ সুযোগ। এই সুযোগটা সে কাজে লাগাতে চায়। ’

অর্থের অভাবে খুশবুর পরিবার চোখেমুখে অন্ধকার দেখলেও তার হাত ধরে কম সাফল্য আসেনি বাংলাদেশে। ২০১৮ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক দাবায় মোট ১৩ পদক জিতেছেন খুশবু। ২০১৮ সাল থেকে জাতীয় বয়সভিত্তিকে অনূর্ধ্ব-৮ বিভাগে বয়সভিত্তিক চ্যাম্পিয়ন, বর্তমান অনূর্ধ্ব-১০ বালিকা চ্যাম্পিয়ন, ২০২১ ও ২০২২ সালে শেখ রাসেল স্মৃতি স্কুল দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন পদক লাভ করে।

আন্তর্জাতিক দাবায়ও সফল খুশবু। ২০১৮ সালে উজবেকিস্তানে ওয়েস্টার্ন ইয়ুথ এশিয়া চেস টুর্নামেন্টে অনুর্ধ্ব-৬ বিভাগে এবং থাইল্যান্ডে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়শিপে অনূর্ধ্ব-৬ বিভাগে স্বর্নপদক, ভারতের কলকাতায় দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় পদক জেতে। থাইল্যান্ডের শেষের টুর্নামেন্টে অন্য দুইটি ক্যাটাগরিতে দুইটি রৌপ্যপদকও লাভ করে।

আন্তর্জাতিক দাবায়ও সফল খুশবু। ২০১৮ সালে উজবেকিস্তানে ওয়েস্টার্ন ইয়ুথ এশিয়া চেস টুর্নামেন্টে অনুর্ধ্ব-৬ বিভাগে এবং থাইল্যান্ডে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়শিপে অনূর্ধ্ব-৬ বিভাগে স্বর্নপদক, ভারতের কলকাতায় দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় পদক জেতে। থাইল্যান্ডের শেষের টুর্নামেন্টে অন্য দুইটি ক্যাটাগরিতে দুইটি রৌপ্যপদকও লাভ করে।

এর আগে, ২০১৯ সালে একই রকম সংকটের মধ্যে পড়েছিল খুশবু। টাকার অভাবে উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে তার। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় তাসখন্দ যান তিনি। খালি হাতেও তিনি ফেরেননি কিন্তু। সেখানে অনূর্ধ্ব-৭ বছর ক্যাটাগরিতে র‌্যাপিড ও স্ট্যান্ডার্ড বিভাগে জিতেছে সোনা। ব্লিৎজে রুপা।

উজবেকিস্তানের তাসখন্দে যাওয়ার আগে খুশবুর আকুতি ছিল, ‘কোনো আঙ্কেল কি আমাকে একটা বিমান টিকিট দিতে পারেন। ’ স্বপ্নজয়ের আগে আরও একবার কি এই ক্ষুদে দাবাড়ুর পাশে পাবেন কাউকে?

news24bd.tv/সাব্বির