নিউমোনিয়া থেকে সেরে উঠতেই করোনায় আক্রান্ত পাকিস্তানি পেসার

সংগৃহীত ছবি

নিউমোনিয়া থেকে সেরে উঠতেই করোনায় আক্রান্ত পাকিস্তানি পেসার

অনলাইন ডেস্ক

নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের তরুণ তুর্কি নাসিম শাহ। জ্বর থেকে সেরে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও, করোনা তাকে মাঠে নামতে দিচ্ছে না। আজ বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক জানায়, করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সিরিজ শেষ নাসিমের।

আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান নাসিম।

এরপরই জানা যায়, করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। তবে আগের চেয়ে নাসিম বেশ ভালো আছেন বলে জানিয়েছে পিসিবি। এক বিবৃতিতে পাকিস্তান বোর্ড জানায়, নাসিম শাহ টিম হোটেলে ফিরেছেন। এখন তিনি কোভিড-১৯ প্রোটোকল মেনে চলবেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শেষে আগামী সোমবার ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান। তবে এই দলের সঙ্গে নাসিম সেই সফরে যেতে পারবেন কি-না, তা জানায়নি পিসিবি।

পাকিস্তান-ইংল্যান্ড চলমান ৭ ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি খেলেছিলেন নাসিম। করাচিতে সেই ম্যাচে খরুচে বোলিং করেন তিনি। চার ওভার করে কোনো উইকেট তো পাননি, উল্টো রান দেন ৪১। এরপর তাকে বিশ্রাম দেয় দল। এরপর গত মঙ্গলবার বুকে ইনফেকশন এবং জ্বর নিয়ে হাসপাতাল ভর্তি হন নাসিম।

news24bd.tv/সাব্বির