কোহলিকে যে বার্তা পাঠালেন ফেদেরার

সংগৃহীত ছবি

কোহলিকে যে বার্তা পাঠালেন ফেদেরার

অনলাইন ডেস্ক

রজার ফেদেরার এবং বিরাট কোহলি, দুজন দুই ভবনের বাসিন্দা। একজন টেনিস গ্রেট, অন্যজন ক্রিকেটের। তবে ফেদেরারের অবসর ঘোষণা বাকিদের মতো ছুঁয়ে গেছে কোহলিকেও। সবার মতো আবেগী হয়ে পড়েন ভারতের সাবেক অধিনায়কও।

চলতি সপ্তাহে টেনিস থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। লেভার কাপে রাফায়েল নাদালকে সঙ্গী গড়ে সমাপ্তি টানেন তার দীর্ঘ দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের। কোর্ট থেকে বিদায়ের দিন ফেদেরার কেঁদেছিলেন। কাঁদিয়েছিলেন তার লাখো-কোটি ভক্তকে।

শুধু ভক্ত নয়, বিশ্বের অন্যান্যা ক্রীড়া তারকারাও ফেদেরারের প্রস্থানে ছিলেব ব্যথিত। কোহলিই যেমন ফেদেরারের আনুষ্ঠানিক বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন লম্বা এক পোস্ট। সেখানে নিজেকে ফেদেরারের গুণগ্রাহী লিখে প্রশংসায় ভাসান এই কিংবদন্তিকে।

বিষয়টি ফেদেরারের চোখ এড়ায়নি। কোহলিকে তাই ধন্যবাদ জানাতে আরেক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামকে বেছে নিলেন তিনি। ইনস্টার এক স্টোরি পোস্টে ফেদেরার কোহলিকে উদ্দেশ্য করে লেখেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি। আশা করি খুব দ্রুত ভারতে যেতে পারব। ’ 

এর আগে, ফেদেরারকে নিয়ে করা পোস্টে কোহলি একটি আবেগগণ ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, ‘আপনাকে খেলতে দেখা ছাড়াও আরও একটি বিষয় নিয়ে আমি অভিভূত। সেটা হলো, সারা বিশ্বের এত এত মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে, সমর্থন দিয়েছে। কোনো অ্যাথলেটের জন্য এমন একাত্মতা আমি আগে কখনও দেখিনি। ’

ভারত দলের হয়ে অস্ট্রেলিয়া সফরকালে রজার ফেদেরারের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল বিরাট কোহলির। তখন অস্ট্রেলিয়া ওপেন খেলতে ব্যস্ত ছিলেন ফেদেরার। তবে খেলাধুলার একফাঁকে স্ত্রী বলিউড অভিনেত্রী অনুশকা শর্মাকে নিয়ে ফেদেরারের সঙ্গে দেখা করেন কোহলি।

সেই স্মৃতি রোমন্থন করে কোহলি আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়েছিল ২০১৮ সালের অস্ট্রেলিয়া ওপেনে। সে দিনের কথা আমি জীবনেও ভুলতে পারব না। ’

news24bd.tv/সাব্বির