টিকিট ছাড়াই দেখা যাবে এশিয়া কাপের খেলা 

সংগৃহীত ছবি

টিকিট ছাড়াই দেখা যাবে এশিয়া কাপের খেলা 

অনলাইন ডেস্ক

এবারের নারী এশিয়া কাপ বসছে বাংলাদেশে। আসরের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ১ অক্টোবর মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের সব ম্যাচ টিকিট ছাড়াই দেখা যাবে মাঠে বসে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

এ ছাড়াও এবারের এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।

এশিয়া কাপকে সামনের রেখে ভারত ছাড়া সব দলই পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার শেষ দল হিসেবে আসছে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ।

সিলেটে বাংলাদেশ দল উঠেছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে। আগামী ১ অক্টোবর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে থাইল্যান্ড। এরপর ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর স্বাগতিক বাংলাদেশ দল লড়বে যথাক্রমে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও মালয়েশিয়ার বিপক্ষে।

news24bd.tv/সাব্বির