ইঞ্জিনে পাখি, চট্টগ্রামে দুই ফ্লাইটের যাত্রা বাতিল

সংগৃহীত ছবি

ইঞ্জিনে পাখি, চট্টগ্রামে দুই ফ্লাইটের যাত্রা বাতিল

অনলাইন ডেস্ক

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বাতিল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইটের যাত্রা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে দুই বিমানের প্রায় ৪৩৪ জন যাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান দুটির ত্রুটি শনাক্ত হয়।

এরপর যাত্রা বাতিল ঘোষণা করা হয়। দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাইয়ের এবং অপরটি মাস্কাটগামী বাংলাদেশ বিমানের।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাইয়ের ত্রুটি শনাক্ত করার জন্য শুক্রবার সকালে দুবাই থেকে একটি ইঞ্জিনিয়ারিং টিম আসবে। একই সময়ে ঢাকা থেকে আসবে বাংলাদেশ বিমানের কারিগরি টিম।

ত্রুটি সারানোর পর ফ্লাইট দুটির যাত্রার সময় ঘোষণা করা হবে বলে জানান উইং কমান্ডার।

news24bd.tv/সাব্বির