টিকা না নিলেও চলবে, তবে বায়ো-বাবল বাধ্যতামূলক 

সংগৃহীত ছবি

টিকা না নিলেও চলবে, তবে বায়ো-বাবল বাধ্যতামূলক 

অনলাইন ডেস্ক

করোনা টিকা না নেওয়ায় কত কিছুই না ঘটে গেল টেনিস তারকা নোভাক জকোভিচের সঙ্গে। শুধু টেনিস নয়, করোনা ও এর পরবর্তী সময়ে টিকা না নেওয়ার অনেকের ঝামেলা পোহাতে হচ্ছে। তবে মহামারী কেটে যাওয়ায় আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপে ছাড় পাচ্ছেন দর্শকরা।

বৃহস্পতিবার বিশ্বকাপের আয়োজক কমিটি জানিয়েছে, কাতারে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের টিকা নেওয়া না থাকলেও চলবে।

তবে ঝুঁকি এড়াতে খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের বায়ো-বাবলের মধ্যেই থাকতে হবে।

কাতারে কোনো পরীক্ষার মুখোমুখি হতে না হলেও ছয় বা এর বেশি বয়সী সব দর্শককে দেশটির উদ্দেশে রওনা হওয়ার আগে করোনা নেগেটিভ হওয়ার সনদ দেখাতে হবে। অবশ্য লক্ষণ দেখা দিলে কাতারেও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে দর্শকদের, জানিয়েছে আয়োজকরা।

এ ছাড়াও ১৮ বা এর বেশি বয়সী দর্শকদের এহতেরাজ নামে একটি ‘ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করে নিতে হবে।

বদ্ধ জায়গার জনসমাগমে ঢুকতে এটি দেখাতে হবে দর্শকদের। এ ছাড়া গণপরিবহনে দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক। দেশটিতে থাকাকালে কেউ করোনা পরীক্ষায় পজিটিভ হলে সরকারের নীতি অনুযায়ী তাকে পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

news24bd.tv/সাব্বির