দুর্গোৎসবে মেতেছে ওপার বাংলা

ভাস্কর সরদার

শরৎকালের আশ্বিন মাস মানেই শারদীয়ার আগমন। পশ্চিমবঙ্গের বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা। যার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

কলকাতার শহরের বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধনের মধ্যদিয়ে শারদোৎসবের সূচনা হয়ে গেছে।

এবারের উৎসবে স্বস্তি করোনার প্রকোপ নেই।  

কলকাতার দুর্গাপূজা সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। তাই এবার পূজার আয়োজনে কোনও কমতি রাখেনি মমতার সরকার। শহরে এবারের দুর্গো উৎসবের সূচনা কিছুটা আগেই হয়েছে।

পয়লা অক্টোবর থেকে ৫ই অক্টোবর দুর্গোৎসবে মাতবেন বঙ্গবাসী। আর সেই উৎসবের সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও প্রতিমার চোখ আঁকলেন মমতা, ঢাক বাজালেন, কোথাও ফিতা কেটে করলেন উদ্বোধন।

ভার্চুয়ালি এবং সশরীরে উপস্থিত থেকে এবারে ৫শ’র বেশি পূজা উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতাজুড়ে বারোয়ারি এবং বনেদি বাড়ির পূজার পাশাপাশি, আবাসিক পূজাগুলোয় বাড়তি সাজো সাজো রব।  করোনা অতিমারি কাটিয়ে দেবী আরাধনায় শামিল হয়েছে, আবাসিক, ডিটিসি সার্দান হাইটস। এবারে তাদের ভাবনা বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়। তাঁকে স্মরণ করে, দেবী সিনেমার জমিদারবাড়ির ঠাকুর দালানের আদলে করা হয়েছে মণ্ডপসজ্জা। উদ্বোধন করেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

উৎসবের আনন্দ আর রঙিন আলোর ছটায় কলকাতা শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবকিছু ভুলে পূজার চারটে দিন আনন্দে মেতে থাকতে চান শহরবাসী।

news24bd.tv/আজিজ