শনিবার নারী এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ

শনিবার নারী এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ

সৈয়দ রাসেল

থাইল্যান্ডের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শনিবার শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এদিকে, ঘরের মাঠে এশিয়া কাপ হওয়ায় কোনো চ্যালেঞ্জ নেই বলে মানছেন দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

প্রকৃতিতে ঘিরে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বছরের বেশিরভাগ সময়ই অনুশীলন করেন নিগার সুলতানা জ্যোতিরা। এখানেই নিজেদের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার মিশনে শনিবার মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। নিজেদের মাঠে খেলা, জ্যোতিদের জন্য এই ট্রফি ধরে রাখা চ্যালেঞ্জেরও বটে।

যদিও এ নিয়ে কোনো চাপ নেই অধিনায়কের।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘মেয়েদের হোম ভেন্যু সিলেট। এখানে আমরা সবসময় খেলি। এই সুবিধা কাজে লাগাতে চেষ্টা করব। আমরা যেহেতু এখানে বেশি খেলি তাই এখানকার সবকিছু আমাদের পরিচিত। ’

‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। আলাদা পরিকল্পনা নেই আমাদের। যখন যে পরিস্থিতি আসে সে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমি ভালো ফর্মে আছি। সেটা ধরে রাখতে পারলে টিমের জন্য ভালো হবে। অন্যদেরও সেরাটা দিতে হবে। ’

সিলেটে অসহনীয় গরম; এরপরও অনুশীলনে ঘাটতি রাখছেন না, বাংলার মেয়েরা।

এশিয়া কাপের অষ্টম আসর আরও আকর্ষণীয় করতে দর্শকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি।

news24bd.tv/তৌহিদ