নোয়াখালীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসন

সংগৃহীত ছবি

নোয়াখালীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। পূজা উপলক্ষে নোয়াখালীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য নোয়াখালী পৌরসভা ও চৌমুহনীতে বসানো হয়েছে ১৬০টি সিসি ক্যামেরা।  

জানা যায়, গত বছর নোয়াখালীতে চৌমুনহীসহ বেশ কয়েকটি জায়গায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা চালানো হয়।

এ ঘটনায় ১৮টি মামলা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ বছর কোনো মন্দিরে যেন হামলার ঘটনা না ঘটে সে লক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নোয়াখালীর বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা ও মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।
শুধু নোয়াখালী পৌরসভা ও চৌমুহনীতে বসানো হয়েছে ১৬০টি সিসি ক্যামেরা।  

news24.bd/হারুন