শামিমার তাণ্ডবে ৯ উইকেটের জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি

শামিমার তাণ্ডবে ৯ উইকেটের জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

এমন শুরুইতো চেয়েছিল বাংলাদেশ। নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। শামিমা সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে পাত্তাই পায়নি নরুমেল চাইওয়াইর দল।

৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু বাংলাদেশের।

শামিমা সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে ৫০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।  আউট হওয়ার আগে শামিমার সংগ্রহ ৩০ বলে ৪৯ রান। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ছয় মেরে দলকে লক্ষ্যে পৌঁছে দেন নিগার সুলতানা।
 ১ উইকেট হারিয়ে ৮ ওভার ২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় নিগার সুলতানার দল।  

এর আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। তবে তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬ রান তোলে নরুমেল চাইওয়াইর দল। ১৯ ওভার ৪ বলে অলআউট হয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮২। থাইল্যান্ডের পক্ষে ফনিতা মায়া সর্বোচ্চ ২৬ রান করেন। নথকান চনথামের ২০ ও রোজেনান কানোহ করেন ১১ রান।  

নাহিদা, শানজিদা ও শোহেলী দুইটি করে উইকেট শিকার করেন। সালমা খাতুন নেন একটি উইকেট।  

news24bd.tv/আজিজ