কটিয়াদীতে সরগরম ঢাকীদের হাট 

সংগৃহীত ছবি

কটিয়াদীতে সরগরম ঢাকীদের হাট 

টিটু দাস, কিশোরগঞ্জ

দুর্গাপূজার অন্যতম প্রধান অনুসঙ্গ ঢাক। প্রতিবছর এই সময়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসে ঢাকের হাট। দেশের বিবিন্ন জায়গা থেকে বাদ্যযন্ত্র নিয়ে এই হাটে হাজির হন ঢাকীরা। তিন দিনব্যাপী চলা এই হাট শেষ হবে আজ শনিবার।

 

কটিয়াদী উপজেলার পুরান বাজার এলাকায় এই হাট বসে। সরেজমিনে দেখা যায়, এখানে কারো কাঁধে ঝুলছে ঢাক। কারো হাতে সানাই, নানা জাতের বাঁশি ও মঞ্জুরিসহ নানা বাদ্যযন্ত্র।  ঢাক-ঢোলের এ হাট জানিয়ে দেয়, দেবী দুর্গা এসেছেন মর্তে্য।

হাটে দেশের নানা প্রান্ত থেকে আসা ঢাকীরা নেচে-গেয়ে আর বাদ্য বাজিয়ে আকৃষ্ট করছেন ক্রেতাদের। তারপর দরদাম মিললে এই হাট থেকেই ঢাকীদের ভাড়া করে নেন পূজার আয়োজকরা।  

প্রায় ৫০০ বছর আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গা পূজার আয়োজন করেন। সেই সময় থেকে চলছে এ ঢাকের হাট। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কটিয়াদী উপজেলা শাখার সভাপতি বেনী মাধব ঘোষ এ হাট নিয়ে কথা বলেন।  

কিশোরগঞ্জের ঢাকের হাট প্রতি বছর দুর্গাপূজার তিনদিন আগে শুরু হয়ে শেষ হয় ষষ্ঠীর দিনে।

news24bd.tv/ইস্রাফিল