দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: তথ্যমন্ত্রী

দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: তথ্যমন্ত্রী

সারাদেশে বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ। ’ আইন অনুযায়ী দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নাই বলেও এসময় মন্তব্য করেন তিনি।

 হাছান মাহমুদ বলেন, স্বপ্ন এখন বিএনপির জন্য দুঃস্বপ্ন। সেটি কখনো বাস্তবায়িত হবে না। আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপি আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না।

তারা জানান, গণতন্ত্রের ওপর আঘাত এলে জনগণকে সঙ্গে নিয়ে পাল্টা জবাব দিতেও প্রস্তুত তারা।

আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সারা দেশে আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছে। ধৈর্যের বাঁধ ভাঙলে ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ। এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে দল।

news24bd.tv/ইস্রাফিল