বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বাথরুমে বালতিতে থাকা পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা সাকির জানান, বাসায় খেলতে খেলতে ওই শিশু বাথরুমে ঢুকে যায়। সেখানে বালতির পানিতে সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, ‘খেলার ছলে কখন সে বালতির পানির মধ্যে পড়ে গেছে সেটা কেউ খেয়াল করিনি। আমার সোনার টুকরা ছেলেটাকে অসতর্কতার কারণে হারিয়ে ফেললাম। ’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

news24bd.tv/মামুন