জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করল রাশিয়া

সংগৃহীত ছবি

জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করল রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া। ওই পারমাণবিক কেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এনারগোটম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, শনিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এনারগোটম থেকে আটকের বিষয়টি জানানো হয়।

জাপোরিজ্জিয়াকে নিজেদের ভূখণ্ডে সংযুক্তির পুতিনের ঘোষণার মধ্যেই এমনটা হলো।

ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এনেরহোদার শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে ফেরার পথে এর ইহোর মুরাশোভকে আটক করা হয়। তাকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এনারগোটমের প্রধান কোটিন বলেন, ‘জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বে ছিলেন মুরাশোভ।

তাকে আটক করা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেশনের নিরাপত্তাকে বিপন্ন করে। ’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সাত মাসে পড়েছে। এ সময়ে জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পারমাণবিক বিপর্যয়ের শঙ্কার মধ্যেও সেখানে গোলাগুলি চলছে। এ জন্য একে অপরকে দোষারোপ করে আসছে কিয়েভ ও ক্রেমলিন।  জাপোরিজ্জিয়া বিদ্যুৎ কেন্দ্র দখলে নিলেও সেটি এখনও পরিচালনা করছে ইউক্রেনের লোকেরা।

news24bd.tv/মামুন