বিশ্বকাপের আগে আবারো ধাক্কা খেল ফ্রান্স

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে আবারো ধাক্কা খেল ফ্রান্স

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে কাতার যাবে ফ্রান্স। তবে সে লড়াইয়ে নামার আগে একের পর এক ধাক্কা খাচ্ছে ফরাসিরা। দলটা এমনিতেই নেই ছন্দে। বাদ পড়েছে নেশনস লিগের গ্রুপ পর্ব থেকে।

সঙ্গে একের পর এক চোট সমস্যা তো আছেই।

তারকা মিডফিল্ডার পল পগবার বিশ্বকাপ শেষে আগেই। এবার জানা গেল, আরেক মিডফিল্ডার বুবাকার কামারাও কাতার বিশ্বকাপের আগে আর মাঠে ফিরতে পারছেন না। খবরটি নিশ্চিত করেছেন, কামারার ক্লাব অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড।

গত জুনে উয়েফা নেশনস লিগে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২২ বছর বয়সী কামারার। ওই দফায় খেলেন তিন ম্যাচ। এরপর আর ফ্রান্সের হয়ে খেলা হয়নি তার। চলতি মাসের শুরুতে সাউথ্যাম্পটনের বিপক্ষে ভিলার ১-০ গোলে জেতা ম্যাচে চোট পান ২২ বছর বয়সী কামারা। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক