ফুলপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

ফুলপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে ফারজানা আক্তার নামের (৩০) এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ স্বামী আকরাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মাথা ও চোয়ালসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।  

জানা যায়, উপজেলার সখল্যা গ্রামের ফরিদ আহমেদের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে প্রায় ৯ বছর আগে মারুয়াকান্দি গ্রামের আকরাম হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার পারবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আকরাম হোসেন স্ত্রী ফারজানা আক্তারকে মারপিট করে।

এমন খবর পেয়ে পরদিন ফারজানার বাবা মেয়েকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।  

news24bd.tv/কামরুল