বাংলা একাডেমিতে ৬৮ পদে কর্মী নিয়োগ 

প্রতীকী ছবি

বাংলা একাডেমিতে ৬৮ পদে কর্মী নিয়োগ 

অনলাইন ডেস্ক

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৬৮ ধরনের পদে ১৮০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

পদের তালিকা

১. রিসার্চ অফিসার-১টি

২. ট্রান্সলেটর-১টি

৩. প্রোগ্রাম অফিসার-১টি

৪. ফটোগ্রাফার-২টি

৫. অ্যাসিস্ট্যান্ট এডিটর-১টি

৬. আর্টিস্ট-১টি

৭. সুপারিনটেনডেন্ট অব প্রিন্টিং/রিটারেচার-১টি

৮. পাবলিক রিলেশন অফিসার-১টি

৯. পার্চেজ, সেলস অ্যান্ড স্টোর অফিসার-১টি

১০. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-১টি

১১. স্কিল্ড মেকানিক-১টি

১২. সিকিউরিটি অফিসার/কেয়ারটেকার-১টি

১৩. অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর-১টি

১৪. প্রুফ রিডার-২টি

১৫. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার-২টি

১৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানুস্ক্রিপ্ট এডিটর (কমপাইলেশন)-১টি

১৭. অ্যাসিস্ট্যান্ট ম্যানুস্ক্রিপ্ট এডিটর (সোশ্যাল সায়েন্স, ল অ্যান্ড ট্রান্সলেশন)-৪টি

১৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানুস্ক্রিপ্ট এডিটর (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-২টি

১৯. অ্যাসিস্ট্যান্ট ম্যানুস্ক্রিপ্ট এডিটর (বায়োলজিক্যাল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স)-২টি

২০. অ্যাসিস্ট্যান্ট স্ক্রুটিনার-১টি

২১. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান-১টি

২২. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-১টি

২৩. মেকানিক-১টি

২৪. অ্যাসিস্ট্যান্ট মেকানিক-১টি

২৫. স্টোরকিপার-২টি

২৬. অ্যাকাউন্ট্যান্ট-১টি

২৭. প্রিন্টার-১টি

২৮. স্টেনোগ্রাফার-৭টি

২৯. স্টেনোটাইপিস্ট-১টি

৩০. জমাদার-১টি

৩১. সিনিয়র মেশিনম্যান-৫টি

৩২. সিনিয়র কম্পোজিটর-৫টি

৩৩. স্কিল্ড লাইনো অপারেটর-১টি

৩৪. লাইনো অপারেটর-২টি

৩৫. স্কিল্ড মনো অপারেটর-২টি

৩৬. অপারেটর-১টি

৩৭. স্কিল্ড বাইন্ডার (মেকানিক)-১টি

৩৮. স্কিল্ড বাইন্ডার-১টি

৩৯. কম্পোজিটর-৪টি

৪০. জুনিয়র লাইনো অপারেটর-১টি

৪১. অপারেটর কার্টার ও স্টিচার-১টি

৪২. এলডিএ-কাম-টাইপিস্ট-২৪টি

৪৩. রেকর্ড কিপার-২টি

৪৪. ল্যাব অ্যাসিস্ট্যান্ট-১

৪৫. অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রেস)-২টি

৪৬. ড্রাইভার-৩টি

৪৭. মেশিনম্যান-১টি

৪৮. অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান-১টি

৪৯. অ্যাসিস্ট্যান্ট অপারেটর-১টি

৫০. প্রেস অ্যাসিস্ট্যান্ট-১টি

৫১. ডেসপাচ রাইডার-১টি

৫২. প্যাকার-৩টি

৫৩. প্লাম্বার: ১টি

৫৪. ডিস্ট্রিবিউটর-৭টি

৫৫. জয়েন্টম্যান-২টি

৫৬. প্রুফ বয়-৪টি

৫৭. মেটাল কাস্টার-২টি

৫৮. লাইনো অ্যাসিস্ট্যান্ট-১টি

৫৯. জুনিয়র মনোকাস্টার-১টি

৬০. মনো অ্যাসিস্ট্যান্ট-১টি

৬১. কাটিং অ্যাসিস্ট্যান্ট-১টি

৬২. বাইন্ডার-২টি

৬৩. জুনিয়র বাইন্ডার-৮টি

৬৪. বাইন্ডিং অ্যাসিস্ট্যান্ট-২টি

৬৫. এমএলএসএস-৩০টি

৬৬. নাইটগার্ড/দারোয়ান-৫টি

৬৭. সিকিউরিটি গার্ড-২টি

৬৮. সুইপার-২টি

পদভেদে আবেদনের যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর।

সাধারণ প্রার্থীদের বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর।

আগ্রহীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিঙ্ক bacademy.teletalk.com.bd থেকে জেনে আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ সময়

২৫ অক্টোবর ২০২২ বিকেল ৫টা।

news24bd.tv/রিমু