নাটোরে পূর্ণ আড়ম্বরে শারদীয় দূর্গোৎসব শুরু

নাটোরে পূর্ণ আড়ম্বরে শারদীয় দূর্গোৎসব শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে এবছর ৩৮৯টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে প্রতিটি মন্দিরের ঘটে ষষ্ঠী পূজা শুরু হয়। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘণ্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়।

আজ সকালে আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হল দুর্গা প্রতিমার আরাধনা।

পূজা, আরতি, অঞ্জলি ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয়
দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শ্রী শ্রী দুর্গাদেবীর গজে আগমন, ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। শ্রী শ্রী দুর্গাদেবীর নৌকায় গমন, ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।

তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলি দিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে সকল প্রকার রোগ দূর হয়ে শান্তি স্থাপিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভাস্কর বাগচী জানান, এবছর নাটোর জেলার ৭টা উপজেলায় মোট ৩৮৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নাটোরের সিংড়া উপজেলায় ১০০টি নলডাঙ্গায় ৫৮টি নাটোর সদরে ৭৯টি বড়াইগ্রামে ৫২টি লালপুরে ৪২টি গুরুদাসপুর ৩১টি এবং বাগাতিপাড়ায় ২৭টি পূজা অনুষ্ঠিত হবে। ’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার জানান,‘জেলা প্রশাসক‘এর কার্যালয়ে আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজার আয়োজক, মন্দির কমিটি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা, উপজেলা শাখা, ইউনিয়ন শাখা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে। ’

news24bd.tv/FA

এই রকম আরও টপিক