হিন্দু আইন সংশোধনের দাবি

ফাইল ছবি

হিন্দু আইন সংশোধনের দাবি

অনলাইন ডেস্ক

হিন্দু আইন সংশোধন করে নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। শনিবার ঢাকার পুরানা পল্টন মোড়ে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত এক সভা থেকে এই আহ্বান জানানো হয়।

দূর্গা পূজায় নিরাপত্তা এবং সংখ্যালঘু নির্যাতনের সব ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করে আস্থার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কাছে দাবি জানানো হয় সভা থেকে। সভায় সংস্কারবিরোধী মহল বিশেষের উসকানিমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের সাধারণ সম্পাদক পুলক ঘটকের ওপর হামলা, মামলা, হত্যাসহ নানারকম হুমকি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

এ সময়, আন্দোলনকে এগিয়ে নিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী, সংসদ সদস্য, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০০১ সদস্যের একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

news24bd.tv/ইস্রাফিল