দ্বিতীয় দফা সংলাপে যেসব দাবি জানালো বিএনপি

দ্বিতীয় দফা সংলাপে যেসব দাবি জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ইস্যুতে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি। এতে তত্ত্বাবধায়ক সরকার সহ নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে সংলাপে অংশ নেয়া দলগুলো।

রোববার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তাদের ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ সংলাপ শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্বে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে অংশ নিয়েছেন পার্টির নেতারা।

জানা গেছে সংলাপে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। তন্মধ্যে রয়েছে- নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা, নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন, লাখ লাখ নেতাকর্মীদের মুক্তিসহ চেয়ারপার্সনের মুক্তি ও যুগপৎ আন্দোলন বেগবান করা।

এ বিষয়ে কল্যাণ পার্টির নেতা সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক