মিয়ানমারে উড্ডয়নরত বিমানে গুলি, আহত যাত্রী

সংগৃহীত ছবি

মিয়ানমারে উড্ডয়নরত বিমানে গুলি, আহত যাত্রী

অনলাইন ডেস্ক

মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে উড্ডয়নরত অবস্থায় থাকা এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। বিমানটিকে লক্ষ্য করে নিচ থেকে ছুড়া বুলেট বিমানের কেবিনের মধ্য দিয়ে যাত্রীর মুখে আঘাত হানে। এতে বিমানের মধ্যেই রক্তাক্ত হয় ওই যাত্রী।

বিমানটি পূর্ব কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে অবতরণের জন্য প্রস্তুত ছিল।

এ সময় ফ্লাইটে ৬৩ জন যাত্রী ছিল। আল জাজিরার তথ্য মতে গুলিটি মাটি থেকে করা হয় এবং মাঝ আকাশে যাত্রীর গায়ে লাগে।

বুলেটটি বিমানের ফুসেলেজকে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর-জেনারেল জাও মিন তুন বলেন, ‘গুলিবিদ্ধ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও তিনি বিমান হামলাকে একটি সামরিক অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছেন।

জান্তা সরকার বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে ‘গুরুতর পদক্ষেপ’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দ্য সান জানিয়েছে, হামলার শিকার বিমানটি ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় এবং বিমানবন্দরের প্রায় চার মাইল উত্তরে উড়ছিল। এ ঘটনার পর মিয়ানমারের ন্যাশনাল এয়ারলাইন্স, শহরের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর সেনাবাহিনী ক্ষমতা দখল করে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে জান্তা ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব দেখা দিয়েছে মিয়ানমারজুড়ে।

news24bd.tv/আমিরুল