বড় কিছু অর্জনের লক্ষ্য বাংলাদেশের 

সংগৃহীত ছবি

বড় কিছু অর্জনের লক্ষ্য বাংলাদেশের 

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ৯ উইকেটে পাওয়া সেই জয়ের পর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নামছে বাঘিনীরা। সিলেটের আউটার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।  

টি২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে অতীত ইতিহাস মোটেও সুখকর নয় বাংলাদেশের।

তাদের বিপক্ষে ১৫টি টি২০ ম্যাচ খেলে টাইগ্রেসরা জিতেছে কেবল মাত্র একটি। তবে টুর্নামেন্ট ঘরের মাঠে হচ্ছে বলেই, আপাতত ওসব ভুলে থাকতে চাইছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ম্যাচের আগে আজ সিলেটে সাংবাকিদের অলরাউন্ডার রুমানা আহমেদ জানিয়েছেন, বড় কিছু অর্জনের লক্ষ্য তাদের। তিনি বলেন, ‘আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব।

আমরাও শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। আসলে বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। আমরা শক্তভাবে এগোচ্ছি, এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। ’

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসার জাহানারা আলম শুধু ২ ওভার বোলিং করেন। বাকি ১৭.৪ ওভার করেন স্পিনাররা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতও তাই। পেসার রেনুকা সিং শুধু ২ ওভার বোলিং করেন। সিলেটের আউটার স্টেডিয়াম যেন স্পিনের স্বর্গরাজ্য। তাই তো পাকিস্তানকে কাবু করতে বাংলাদেশের স্পিনাররাই যথেষ্ট বলে মনে করছেন স্বাগতিক অলরাউন্ডার রুমানা।

পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের স্পিনাররা যথেষ্ট বলে বিশ্বাস রুমানার। তিনি বলেন, ‘জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট। ’

news24bd.tv/সাব্বির