অবশেষে ভারতের প্রোটিয়াবধ, বিব্রতকর রেকর্ড সেঞ্চুরিয়ান মিলারের  

সংগৃহীত ছবি

অবশেষে ভারতের প্রোটিয়াবধ, বিব্রতকর রেকর্ড সেঞ্চুরিয়ান মিলারের  

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনও টি২০ সিরিজ জিততে না পারার আক্ষেপ অবশেষে ঘোচাল ভারত। মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির অধীনে যা কখনও ভারতীয়রা করতে পারেনি, সেটাই করে দেখাল রোহিত শর্মার দল।

রোববার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রানের জয় পায় ভারত। এর আগে, সিরিজের প্রথম ম্যাচে তিরাভানান্থাপুরালমে প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

ফল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ এখন ভারতের। মঙ্গলবার ইন্দোরে সিরিজের শেষ টি২০ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

রোববার ভারত যেমন দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছে, তেমনি দক্ষিণ আফ্রিকা ডুবেছে অন্য এক হতাশায়। আন্তর্জাতিক টি২০তে শেষ সাত সিরিজে কোনো হার ছিল না টেম্বা বাভুমার দলের।

তাদের সেই জয়রথ থামল ভারতের কাছে হেরে।

দক্ষিণ আফ্রিকার হারে সেঞ্চুরিয়ান ডেভিড মিলারের আক্ষেপটা হয়তো সবার চেয়ে একটু বেশিই। কেননা ৪৭ বলে ১০৬ রানের বীরোচিত ইনিংস খেলেও যে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ফলে একটি বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে তার।

অপরাজিত সেঞ্চুরি করার পরও দলকে জেতাতে পারেননি এমন আক্ষেপ এতদিন ছিল শুধুই ভারত ওপেনার লোকেশ রাহুলের। রোববার তার পাশেই নাম লিখিয়েছেন মুলার। ২০১৬ সালে রাহুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে জেতাতে পারেননি।

news24bd.tv/সাব্বির